ডেঙ্গু নিয়ে সরকারের বিরুদ্ধে মানুষকে ক্ষ্যাপানো হচ্ছে: নওফেল
১১ আগস্ট ২০১৯ ১৫:৫১ | আপডেট: ১১ আগস্ট ২০১৯ ১৮:১০
চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু নিয়ে একটি মহল সরকারের বিরুদ্ধে মানুষকে ক্ষ্যাপানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি জনগণকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেছেন।
রোববার (১১ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরীর গোলপাহাড় চত্বরে নগর যুবলীগ আয়োজিত ‘ডেঙ্গু নিয়ে জনসচেতনতা সৃষ্টিতে জমায়েত ও মশক নিধন’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নওফেল বলেন, ‘ডেঙ্গু নিয়ে এখন নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। ফিলিপাইনে ডেঙ্গুতে এক হাজারের ওপর মানুষ মারা গেছে। আমাদের চিকিৎসকেরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের বাঁচানোর জন্য। সাধারণ মানুষ যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তাদের বাঁচানোর জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আমরা ওষুধ ছিটাচ্ছি, সচেতনতামূলক কাজ করছি। কিন্তু এটা নিয়ে আতঙ্ক ছড়ানোর একটা প্রবণতা দেখছি, যাতে মানুষকে ক্ষ্যাপানো যায়।’
বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রযাত্রাকে বন্ধ করার ষড়যন্ত্র হিসেবে ডেঙ্গু নিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেছেন নওফেল।
সাধারণ মানুষকে আতঙ্কিত না হবার অনুরোধ করে নওফেল বলেন, ‘আপনারা আতঙ্কিত হবেন না। ডেঙ্গুর ওষুধ আমার-আপনার হাতেই আছে। আমরা যদি আমাদের চারপাশ পরিচ্ছন্ন রাখার দায়িত্বটুকু সচেতনভাবে পালন করি, তাহলে ডেঙ্গু মোকাবিলা করে অনেক সহজ হবে। কেউ ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বেশি করে তরল খাবার, পানীয় ডাবের পানি খাবেন। চিকিৎসকের পরামর্শ-মতো চলবেন।’
পদ্মা সেতু নিয়ে ছড়ানো সাম্প্রতিক গুজব নিয়েও কথা বলেন শিক্ষা উপমন্ত্রী নওফেল। তার মতে, বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে পরিকল্পিতভাবে এই গুজব ছড়ানো হচ্ছে।
তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনককে সপরিবারে হত্যার পরও রাজনৈতিকভাবে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে মোকাবিলা করতে ব্যর্থ হয়। তখন তারা উদ্ভট, অসত্য অপবাদ মানুষের মাঝে ছড়িয়ে দেয়। পদ্মাসেতু নিয়েও একইভাবে উদ্ভট, অসত্য গুজব মানুষের মাঝে ছড়ানো হচ্ছে।’
‘যারা পেট্রোল বোমা মেরে, গাড়ি-মানুষ পুড়িয়ে ব্যর্থ হয়েছে তারাই এই গুজব ছড়ানোর ষড়যন্ত্রে লিপ্ত। তারা এখন আর কোনো রাজনীতি করছে না। তারা আমাদের ভেতরে ঢুকে গুজব ছড়িয়ে আমাদের মধ্যে বিভেদ-বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে তারা এখন গুজব-আতঙ্ক ছড়িয়ে মানুষকে ক্ষ্যাপানোর পথ বেছে নিয়েছে।’ বলেন নওফেল।
চট্টগ্রাম থেকে নির্বাচিত এই তরুণ সংসদ সদস্য বলেন, ‘যেভাবে গুজব ছড়ানো হচ্ছে, একইভাবে সাম্প্রদায়িক উসকানিও ছড়ানো হচ্ছে। ভাইয়ে-ভাইয়ে সংঘাত সৃষ্টির চেষ্টা হচ্ছে। এসব বিষয়ে সতর্ক থাকতে হবে। কারণ দেশে এখন অপরাধ কমে গেছে। মানুষের মধ্যে স্বাবলম্বী হওয়ার প্রবণতা এসেছে। আন্দোলন-সংগ্রাম করে সফল হতে পারবে না বুঝতে পেরে তারা গুজব, আতঙ্ক, উসকানির পথ বেছে নিয়েছে।’
নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে নওফেল বলেন, ‘যখনই আতঙ্ক ছড়ানো হবে, তখনই মাঠে নামতে হবে। ঘরে ঘরে গিয়ে ওয়ান টু ওয়ান বোঝাতে হবে। আমরা যেভাবে এডিস মশা দমন করব, গুজব-আতঙ্কও দমন করব। গুজব প্রতিরোধ এখন আমাদের সবার কর্তব্য হয়ে গেছে।’
নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু’র সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা ও মাহবুবুল হক সুমন।