ঢাকা থেকে নোয়াখালী গিয়ে ডেঙ্গু জ্বরে মৃত্যু
১১ আগস্ট ২০১৯ ১৩:৫০ | আপডেট: ১১ আগস্ট ২০১৯ ১৫:০২
নোয়াখালী: নোয়াখালীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম আমির হোসেন (৬০)। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া ইউনিয়নে। তবে তিনি ঢাকায় বসবাস করতেন এবং জ্বর নিয়েই লক্ষ্মীপুরে যান।
রোববার (১১ আগস্ট) সকাল ৬ টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, আমির হোসেন জ্বর নিয়ে রাত ১ টায় হাসপাতালে ভর্তি হন। পরে রোববার ভোর ৬ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ডেঙ্গু পরীক্ষার জন্য তার রক্ত নেয়া হয়েছিল জানিয়ে এই চিকিৎসক জানান, পরীক্ষায় তার এন্টিবডি (আইজিএম) পজিটিভ পাওয়া গেছে।
আমির হোসেনের পরিবারের সদস্যরা জানান, তিনি রাজধানীতে বাস করেন। সাতদিন আগে তার জ্বর আসে। শনিবার (১০ আগস্ট) জ্বর নিয়েই লক্ষ্মীপুরের উদ্দেশে রওনা দেন তিনি। বিকেলে বাড়িতে পৌঁছেন। সেখানে পৌঁছার পর আরও অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে রাত ১ টার দিকে তাকে নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬ টায় তিনি মারা যান তিনি।
এর আগে গত ২ আগস্ট ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নোয়াখালীর প্রাইম হাসপাতালে মোশারেফ হোসেন (৩০) নামে একজন মারা যান।
টপ নিউজ ডেঙ্গুজ্বর ডেঙ্গুজ্বরে আক্রান্ত ডেঙ্গুতে মৃত্যু নোয়াখালী