Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুরের ৫টি গ্রামে আজ ঈদ


১১ আগস্ট ২০১৯ ০২:২৮

পিরোজপুর: প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সাথে মিল রেখে রোববার (১১ আগস্ট) পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পাঁচটি গ্রামের প্রায় ৬ শতাধিক পরিবার ঈদুল আজহা উদযাপন করবে এবং পশু কোরবানি দিবে।

গ্রামগুলো হলো- উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, চরকগাছিয়া ও খেতাছিড়া।

শুরেশ্বর দরবারের পীরের নির্দেশে তার অনুসারীরা যুগ যুগ ধরেই সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছে।

কচুবাড়িয়া গ্রামের শুরেশ্বর পীরের অনুসারী মোবারক মিয়া সারাবাংলাকে জানান, ভাইজোড়া গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান সামসুল আলম খন্দকার বাড়ি জামে মসজিদ ঈদগাহ ও ফরহাদ মেম্বারের বাড়ি জামে মসজিদ ঈদগাহে সকাল ৮টায় দুইটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সাবেক ইউপি চেয়ারম্যান সামসুল আলম খন্দকার সারাবাংলাকে বলেন, ‘শুরেশ্বর পীর সাহেবের নির্দেশে  বাপ-দাদারা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা ও ঈদ পালন করেছেন। বর্তমানে আমরাও এই প্রথা মেনে চলছি।’

পাঁচ গ্রামে কাল ঈদ পিরোজপুর শুরেশ্বর পীরের অনুসারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর