ঈদের ছুটি ডেঙ্গুর জন্য খুবই ঝুঁকিপূর্ণ
১০ আগস্ট ২০১৯ ২২:৩৮ | আপডেট: ১০ আগস্ট ২০১৯ ২২:৪২
ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান মতে, শুক্রবার (৯ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার (১০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ২ হাজার ১৭৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এর আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৯ জন মারা গেছে।
এদিকে, শনিবার (১০ আগস্ট) থেকে আগামী এক সপ্তাহ সারাদেশ ছুটির ফাঁদে পড়ছে। ঈদের ছুটির এই সময় ডেঙ্গুর জন্য অতি ঝুকিপূর্ণ বলে সারাবাংলার সঙ্গে আলাপকালে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক, কীটতত্ত্ববিদ ও মশা গবেষক ড. কবিরুল বাশার।
ডেঙ্গু প্রশ্নে আগাম বার্তা আমলে নেয়নি কর্তৃপক্ষ
ড. কবিরুল বাশার বাংলাদেশে মশা বিষয়ক অন্যতম গবেষক। তিনি বিভিন্ন সময়ে মশা এবং কীটতত্ত্ব বিষয়ে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে পরামর্শ দিয়ে থাকেন। চলমান ডেঙ্গু নিয়ন্ত্রণের আনার জন্যও সরকারের একাধিক পর্যায় থেকে ড. কবিরুল বাশারের পরামর্শ নেওয়া হয়েছে। সারাবাংলার এই প্রতিবেদক ডেঙ্গু বিষয়ে গবেষক ড. কবিরুল বাশারের সঙ্গে শনিবার (১০ আগস্ট) একান্তে আলাপ করেছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক, কীটতত্ত্ববিদ ও মশা গবেষক ড. কবিরুল বাশার সারাবাংলাকে বলেন, ‘এই মাসে (আগস্টে) ডেঙ্গু কমা খুব কঠিন। তবে মানুষ সচেতন হচ্ছে, সিটি করপোরেশনও কার্যক্রম শুরু করেছে। আশা করি কমে যাবে কিন্তু ঈদের বন্ধ একটা ঝামেলা বাধাবে। যতই বলা হোক ঈদের ছুটি বাতিল করা হয়েছে। কিন্তু ঈদের ছুটি কি ওইভাবে বাতিল করা যায়। এভাবে তো সবার ছুটি বাতিল করা সম্ভব না। সেক্ষেত্রে একটা সর্টেজ অব ওয়ার্ক ফোর্স (সিটি করপোরেশন বা সরকারি ব্যবস্থাপনায় মশা নিবারনের জন্য নিয়োজিত জনবল) আগামী সাত দিনে (ঈদের ছুটিতে) হবে। আমার কাছে মনে হচ্ছে, এটা থেকে একটা ক্রাইসিস হবে।’
তিনি বলেন, ‘এই ক্রাইসিসটা শেষ হওয়ার পর, ঈদের ছুটির পর আবার যখন অফিস-আদালত খুলবে তখন হয়তো আবার এই ডেঙ্গু হয়তো নতুনদিকে আবার মোড় নেবে। ঈদের ছুটির পর ডেঙ্গু আবার কমতে শুরু করবে।’
‘ঈদের ছুটিটা ডেঙ্গুর জন্য অতি ঝুকিপূর্ণ’ উল্লেখ করে গবেষক ড. কবিরুল বাশার বলেন, ‘ঈদের ছুটির মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে থাকবে এটা আমার মনে হয় না। এই সময়ে সকলের মনে হতে পারে যে ডেঙ্গু নিয়ন্ত্রণে আছে কারণ রোগীর রিপোর্টিংটা কম হবে। কিন্তু বাস্তবতায় ঈদের ছুটিটা ডেঙ্গুর জন্য অতি ঝুকিপূর্ণ সময়। মোট কথা চলমান আগস্টেও আমরা ডেঙ্গু ঝুকিতে থাকছি, আগামী সেপ্টেম্বর থেকে এটা কমতে পারে।’
উত্তরে ব্যবহার হচ্ছে মশার নতুন ওষুধ, দক্ষিণের খবর নেই
তিনি আরও বলেন, ‘ঈদের বন্ধের সময়টা অতি ঝুকিপূর্ণ কারণ হচ্ছে যতোই বলি যে ছুটি বাতিল কিন্তু সব স্টাফদের ছুটি বাতিল করা যায় না। এই বন্ধে ওয়ার্ক ফোর্স কম থাকবে, হাসপাতালগুলোতেও ওয়ার্ক ফোর্স কম থাকবে, যারা মশা নিয়ন্ত্রেণর দায়িত্বে আছেন তারাও সংখ্যায় কম থাকবে, এই বিষয়গুলো চিন্তার বিষয়।’
তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে, ঈদের ছুটিতে ঢাকা থেকে সারাদেশে মানুষ ছড়িয়ে পড়ছে। এতে ডেঙ্গুতে কেনো প্রভাব পড়বে কি না? জবাবে গবেষক ড. কবিরুল বাশার বলেন, ‘ঢাকায় তেমন প্রভাব পড়বে না তবে ঢাকার বাইরে জেলাগুলোতে প্রভাব পড়বে। ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্তরা ঢাকার বাইরে গিয়ে ডেঙ্গু ট্রান্সমিট করবে, কয়েকটা জেলায় কিছু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হবে।’
পর্যবেক্ষণে দেখা গেছে, গত জুলাইয়ের মধ্য ভাগ থেকে ডেঙ্গু সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও এই বিষয়ে সঠিক ব্যবস্থা নিতে অনেক সময় লেগেছে, শুধু তাই নয় এখন পর্যন্ত যথেষ্ট ব্যবস্থাও নিতে পারেনি সরকার। যেমন উত্তর সিটি করপোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণে নতুন কীটনাশক ছিটানো শুরু করলেও দক্ষিণ সিটি করপোরেশন এখনো তা পারেনি। ঢাকার বাইরের চিত্র আরও করুণ।
গবেষক ড. কবিরুল বাশার যেহেতু সরকারের একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে মশা বিষয়ে কাজ করেন। তাই তার অভিজ্ঞা জানতে চাওয়া হয় যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কী কারণে সরকার যথাযথ পদক্ষেপ নিতে পারে না? জবাবে গবেষক ড. কবিরুল বাশার বলেন, ‘আসলে কী, সরকারের কার্যক্রমের উদ্যোগের পেছনে অনেক আমলাত্রান্ত্রিক জটিলতা থাকে। আমি উত্তরের মেয়রের অনেক কাছে থেকে বিষয়গুলো দেখলাম যে তিনি খুব সিরিয়াসলি চেষ্টা করছিলেন কিন্তু অনেক জটিলতা কাজ করছে। যেমন- সিটি করপোরেশনের স্প্রে-ম্যান সংখ্যা খুব কম। হঠাৎ করে স্প্রে-ম্যান নিয়োগও দেওয়া যায় না কিন্তু পরিস্থিতি ডিমান্ড করে ইন্সট্যান্ট নিয়োগ। এই নিয়োগ দিতে গেলে বিরাট প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, এই প্রক্রিয়া যতক্ষণে শেষ হয় ততক্ষণে সর্বনাশ যা হওয়ার হয়ে যায়। এই যে নিয়োগ বাধা, আবার টাকা-পয়সা কোথা থেকে আসবে, এটাও একটা বাধা। এই যে মশার কীটনাশক কিনতে গিয়ে কতোটা সময় লেগে গেল, এমন কিছু জটিলতা থাকায় তাৎক্ষণিক সমাধান সরকার নিতে পারে না।’
‘এখনো সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে যথাযথ পদক্ষেপ নিতে পারেনি’, উল্লেখ করে গবেষক ড. কবিরুল বাশার সারাবাংলাকে বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলো যথেষ্ট নয়। এখন পর্যন্ত নেওয়া পদক্ষেপের কারণে খুব সহসা ডেঙ্গু কমে যাবে, এমন কিছু দেখছি না। এখানে যে সরকারেরও অনেক দোষ বিষয়টা আবার এমনও না। এখানে আসলে অনেক জটিলতা আছে।’
আরও পড়ুন:
ডেঙ্গু আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে
ডেঙ্গুজ্বর যেন আল্লাহ আর কাউকে না দেয়: অর্থমন্ত্রী
সাড়ে ৩ লাখ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সম্পূর্ণ কাল্পনিক: সাঈদ খোকন
ডেঙ্গুর মহামারিতেও সরকারের কার্যকর পদক্ষেপ নেই: রিজভী
ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে কিনা, জানতে চান আদালত
ডেঙ্গুকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি: স্থানীয় সরকারমন্ত্রী
ডেঙ্গুতে অসচেতনতা: ১৫ আবাসন প্রতিষ্ঠানকে জরিমানা
ডেঙ্গু নিয়ে সরকারি তথ্যে গড়মিল!
গুজব ও ডেঙ্গুর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন: পিএমও
একদিনে হাসপাতালে ৫৬০ ডেঙ্গু রোগী, শুধু ঢামেকেই ১৪৫
মশার ওষুধ কাজ করছে না দেখেই এত ডেঙ্গু রোগী: স্বাস্থ্যমন্ত্রী
জুলাই মাসেই ঢামেকে ডেঙ্গু রোগী ভর্তি ৯১১, মৃত্যু ৩ জনের