তানজানিয়ায় তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৬০ জনের মৃত্যু
১০ আগস্ট ২০১৯ ২১:০৮ | আপডেট: ১০ আগস্ট ২০১৯ ২১:১৩
তানজানিয়ায় তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে এবং ৭০ জন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
স্থানীয় সময় শানিবার (১০ আগস্ট) দেশটির মরোগান অঞ্চলের দার-উস সালাম পোর্ট সিটি থেকে প্রায় ২০০ কিলোমিটার পশ্চিমে এ ঘটনা ঘটে।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের ছবিতে দেখা যায় বিস্ফোরণের স্থান থেকে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে। পাশে বিক্ষিপ্ত পড়ে আছে অসংখ্য মৃতদেহ।
পুলিশ জানিয়েছে ট্যাঙ্কারটি থেকে লোকজন তেল চুরি করার সময় সেটি একটি জনাকীর্ণ সড়কে উল্টে যায়। এরপর বিষ্ফোরণ ঘটে।
তবে এই ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছে পুলিশ। যারা আহত হয়েছেন তাদের অনেকের অবস্থায় আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী দানিয়েল নগোগোর উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, সেখানকার পরিস্থিতি সত্যিই খুব খারাপ। সড়কটি জনবহুল হওয়ায় ওই সময় যারা ট্যাঙ্কারটি থেকে তেল চুরি করছিলেন না তাদেরও অনেকে পুড়ে গেছে।
দেশটির বাণিজ্যিক রাজধানী মরোগান শহরের ওই রাস্তাটি তানজানিয়ার সবচেয়ে ব্যস্ততম সড়ক যেখান দিয়ে অধিকাংশ তেলের ট্যাঙ্কার পরিবহন করা হয়।
স্থানীয় পুলিশ প্রধান উইলবোর্ড তাফাংগা জানিয়েছেন, বিস্ফোরণে যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই মোটরবাইক ও ট্যাক্সি ড্রাইভার।