Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পশুর বর্জ্য অপসারণে হাছিনা গাজীর ব্যাগ বিতরণ


১০ আগস্ট ২০১৯ ১৯:৪৮

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে কোরবানির পশুর হাট পরিদর্শন এবং পশুর বর্জ্য অপসারণের জন্য ক্রেতা ও বিক্রেতাদের মাঝে পলিথিন ব্যাগ বিতরণ করেছেন রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলা লী‌গের সভাপ‌তি ও তারা‌বো পৌরসভার মেয়র হা‌ছিনা গাজী।

শনিবার (১০ আগস্ট) বিকেলে উপ‌জেলার নোয়াপাড়া কোরবানির পশুর হাট পরিদর্শন এবং পলিথিন ব্যাগ বিতরণ করেন তিনি।

এ সময় তারা‌বো পৌরসভার মেয়র হা‌ছিনা গাজী বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাই সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।’

তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আজহাকে ঘিরে দেশের মানুষ যাতে নির্বিঘ্নে পশু বেচাকেনা করতে পারে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

মেয়র হাছিনা গাজী বলেন, ‘ডেঙ্গুর ব্যাপারে সরকার কাজ করছে। এ ব্যাপারে কেউ আতঙ্কিত হবেন না। জ্বর হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।’

এ সময় আরও উপ‌স্থিত ছি‌লেন রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, তারাবো পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন, নজরুল ইসলাম মফিজ প্রমুখ।

অপসারণ পশুর বর্জ্য হাছিনা গাজী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর