Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণভবনে ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী


১০ আগস্ট ২০১৯ ১৭:৫৪

ফাইল ছবি

ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১২ আগস্ট সরকারি বাসভবন গণভবনে সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শনিবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস উইংস প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের দিন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রথমে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দলীয় নেতা ও কর্মী, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্বিজীবী এবং সকল শ্রেণি-পেশার জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর সকাল ১১টা থেকে বিচারক, মন্ত্রী পরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, বিদেশি কূটনীতিক, সিনিয়র সচিব এবং সচিব মর্যাদার অন্যান্য বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

গত ঈদুল ফিতরে রাষ্ট্রীয় সফরে থাকায় গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়নি। তবে আওয়ামী লীগের পক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে নেতাকর্মী, কূটনৈতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন কেন্দ্রীয় নেতারা।

ঈদ শুভেচ্ছা গণভবন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর