বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ভর্তি ৩৭ ডেঙ্গু রোগী
১০ আগস্ট ২০১৯ ১৩:১৪ | আপডেট: ১০ আগস্ট ২০১৯ ১৩:২২
বগুড়া: গত ২৪ ঘণ্টায় বগুড়ার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নতুন ৩৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, মোহাম্মাদ আলী হাসপাতাল, টিএমএসএস হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিক ও স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ১৪৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক ডা. ওয়াদুদ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় শজিমেক থেকে ২০ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তবে এখনও চিকিৎসাধীন ১১৬ জন।
এছাড়া বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি রয়েছে ৭ জন, টিএমএসএস হাসপাতালে সাতজন, সামসুন্নাহার ক্লিনিকে পাঁচজন, ইসলামী হাসপাতালে একজন, ডক্টরস ক্লিনিক-২ এ ভর্তি আছেন ছয়জন ও সিটি ক্লিনিকে দুইজন ডেঙ্গু রোগী।