Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতীয় টিভি এনডিটিভি’র মালিককে কেন বিদেশ যেতে দেওয়া হয়নি?


১০ আগস্ট ২০১৯ ১১:০৩ | আপডেট: ১০ আগস্ট ২০১৯ ১৮:৪৬

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র মালিক সাংবাদিক প্রণয় রায় এবং তার স্ত্রী রাধিকাকে আটকে দেওয়া হয়েছে মুম্বাই বিমানবন্দরে। তাদের বিরুদ্ধে দুবছর ধরে চলে আসা একটি দুর্নীতি মামলার কারণ দেখিয়ে তাদের দেশত্যাগ করতে দেওয়া হয়নি বলে জানিয়েছে আইনপ্রয়োগকারী সংস্থা সিবিআই। তবে এনটিভির পক্ষ থেকে বলে হয়েছে স্বাধীনভাবে মত প্রকাশের জন্য তারা হয়রানির শিকার হচ্ছেন। এটি ‘গণমাধ্যমের স্বাধীনতার’ বিরুদ্ধে হস্তক্ষেপ। খবর বিজনেস টুডের।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ আগস্ট) ঘটে এই ঘটনা।

এনডিটিভির বিবৃতির বরাতে ভারতীয় সংবাদপত্র আনন্দবাজার জানায়, সম্পূর্ণ ভুয়া মামলায় এত দিন ধরে প্রণয়দের হেনস্থা করা হচ্ছে। বোঝাই যাচ্ছে, তারা ‘হ্যাঁ তে হ্যাঁ মিলিয়ে’ চলেন না বলেই তাদের এভাবে হেনস্থা করা হচ্ছে। কিন্তু আমরা কখনোই চাপের মুখে মাথা নত করব না।

প্রসঙ্গত, এ দিনই এনডিটিভিতে দেখানো একটি ভিডিও নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে সংস্থাটি। চ্যানেলে সম্প্রচারিত সাধারণ কাশ্মীরিদের সাক্ষাৎকারের ভিডিও টুইট করে পাক প্রধানমন্ত্রী ইমরানের খানের দল পিটিআই। পিটিআই ক্যাপশনে লেখে, ‘৩৭০ অনুচ্ছেদ বিলোপের পরে কাশ্মীরিরা নাকি আনন্দে আছেন। এই কি খুশির নমুনা!’

তবে এনডিটিভির পক্ষ থেকে অবশ্য বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পিটিআই তাদের অনুমতি না নিয়েই ভিডিওটি ব্যবহার করেছে।

এনডিটিভি ভারতীয় গণমাধ্যম মত প্রকাশের স্বাধীনতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর