Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আপনার পাশে, আপনার এমপি’


১০ আগস্ট ২০১৯ ০২:৫৫ | আপডেট: ১০ আগস্ট ২০১৯ ১৭:২৯

নড়াইল: ‘আপনার পাশে, আপনার এমপি’ শ্লোগানে নড়াইল-২ আসনের প্রতিটি ইউনিয়নে উন্মুক্ত সংলাপ শুরু করেছেন আসনটি থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) নিজের ইউনিয়ন এলাকা থেকেই এই সংলাপ শুরু করেন মাশরাফি বিন মোর্ত্তজা। পর্যায়ক্রমে এই সংলাপ নড়াইল-২ আসনের অধীনে থাকা ২০ টি ইউনিয়নেই চলবে বলে জানানো হয়। সংলাপে অংশ নেওয়ার জন্য মাশরাফি বিভিন্ন ইউনিয়নে গিয়ে এলাকাবাসীর সকলের কথা শুনবেন বলে জানান বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটির অন্যতম সদস্য সৌমেন বসু।

বিজ্ঞাপন

বিকেল ৪টার সময় সংলাপে অংশ নেওয়ার জন্য লোহাগাড়া উপজেলার ইতনা ইউনিয়নের দক্ষিণ পাংখারচর মাদরাসা মাঠে পৌঁছান মাশরাফি। সেখানে তিনি করফা-আতশপাড়া মধুমতি নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। নদীভাঙ্গন কবলিত এই এলাকায় সাম্প্রতিক সময়ে সংসদ সদস্যের আবেদনের প্রেক্ষিতে পানি সম্পদ মন্ত্রণালয়ের জরুরী নির্দেশনায় নদী তীরবর্তী এলাকার সংরক্ষণের কাজ শুরু হয়।

সংলাপে উপস্থিত ছিলেন ইতনা ইউনিয়নের বিভিন্ন গ্রামের মুক্তিযোদ্ধা, ইমাম, মন্দিরের পুরোহিত, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ইতনা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, নির্বাচিত ইউপি সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষেরা। এ সময় স্থানীয়রা রাস্তা পাকাকরণ, পুরাতন রাস্তা সংস্কার, বিদ্যুৎ সমস্যার সমাধান, মসজিদ-মাদরাসার উন্নয়নসহ নদীভাঙ্গন রোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে সংসদ সদস্যের কাছে দাবি জানান।

মাশরাফি বিন মোর্ত্তজা সবার দাবি শুনেন এবং বলেন, ‘ আমি আপনাদের কোনো মিথ্যা আশ্বাস দিতে চাই না, লম্বা বক্তৃতাও দিতে আমি জানি না। আপনাদের কাছে আমি একটু সময় চাই। আমি কাজ করলে আপনারা দেখতে পারবেন। সব সমস্যার সমাধান আমি রাতারাতি করতে পারবো না। আমাকে সকল কিছু লিখিত আকারে জানান। ইনশাআল্লাহ আমি সব সমস্যা সমাধানের চেষ্টা করবো।’

বিজ্ঞাপন

গ্রামের কৃষকশ্রেণীর উদ্দেশ্যে মাশরাফি বলেন, ‘কৃষক ভাইয়েরা হলেন দেশের সবচাইতে বড় যোদ্ধা যারা কঠিন মাটির সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে ফসল ফলান।’

এ সময় কৃষকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা ঐক্যবদ্ধ থাকলে কোনো মধ্যস্বত্ত্বভোগী কৃষকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। নিজেরাই তাই ঐক্যবদ্ধ হয়ে সমিতি গড়ে তুলুন, যে সমিতি কৃষকদের সুযোগ-সুবিধা ও ফসলের ন্যায্য দাম বুঝে পেতে কাজ করবে।’

এ সময় কৃষকদের জন্য এই সমিতিতে নিজের অর্থে একটি ক্লাব করে দেওয়ার ঘোষণাও দেন মাশরাফি বিন মোর্ত্তজা। যেখানে কৃষকদের বিনোদনের ব্যবস্থা থাকবে এবং সারাদিনের পরিশ্রম শেষে সেখানে মিলিত হয়ে কৃষকেরা নিজেদের বিষয়ে আলোচনা করতে পারবেন।

প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ইতনা ইউনিয়নে দরিদ্র মানুষদের ১৫ কেজি করে ইউনিয়ন পরিষদের মাধ্যমে চাল দেওয়া হয়েছে। এটা সঠিক ভাবে বুঝে নিতে বলেন মাশরাফী।

সংলাপে নিজের বক্তৃতায় মাশরাফি মাদকের বিরুদ্ধে লোক দেখানো কাজ না করে প্রকৃত আসামিদের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে বলেন। এছাড়াও ধর্ষণের বিরুদ্ধেও সকলকে সোচ্চার হওয়ার জন্য বলেন তিনি।

সংলাপ আয়োজনের উদ্দেশ্য নিয়ে জানতে চাইলে বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক উপকমিটির অন্যতম সদস্য সৌমেন বসু সারাবাংলাকে বলেন, ‘আমাদের এলাকার সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। তাও তিনি খেলার ফাঁকে যখনই সময় পান তখনই ছুটে আসেন এলাকায়। মানুষের কাছে গিয়ে সবার সমস্যা শুনতে চান এবং চেষ্টা করেন সেগুলো সমাধান করার জন্য। এই সংলাপ তিনি আয়োজন করেছেন যেনো গ্রামের কৃষক, শ্রমিক, হিন্দু, মুসলমান, নারী-পুরুষ নির্বিশেষে সকলের সমস্যার কথা তিনি জানতে পারেন এবং সমাধান করতে পারেন। যারা সরাসরি বলতে পারবেন না, উনারা লিখিত আকারেও তা দিতে পারবেন। ’

দক্ষিণ পাংখারচর মাদ্রাসা মাঠের উন্মুক্ত সংলাপে ইতনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ সিয়ানুক রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ ইমদাদুল হক সুনু ও সাধারণ সম্পাদক শেখ আহাদুজ্জামান, ইতনা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নাজমুল হাসান টগরসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ইতনা ইউনিয়নে দরিদ্র মানুষদের ১৫ কেজি করে ইউনিয়ন পরিষদের মাধ্যমে চাল দেওয়া হয়েছে বলেও জানান মাশরাফি। সংলাপ শেষে পাংখারচর থেকে মাশরাফি বিন মোর্ত্তজা পাইলট স্কুল মাঠে লোহাগড়া উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনুর ভাতিজা আরিফুজ্জামান নসু শিকদারের জানাজায় অংশ নেন।

আপনার এমপি আপনার পাশে ক্রিকেটার মাশরাফি বিন মোর্ত্তজা নড়াইল-২ মাশরাফি বিন মোর্ত্তজা

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর