Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে দীর্ঘ যানজট, দুর্ভোগে যাত্রীরা


১০ আগস্ট ২০১৯ ০১:২৫

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থেকে হাটিকুমরুল গোলচত্ত্বর পর্যন্ত মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) সকাল থেকে ঈদে ঘরমুখো মানুষের চাপ বেশি থাকায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থেকে হাটিকুমরুল গোলচত্ত্বর পর্যন্ত থেমে থেমে চলছে যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েছে উত্তরাঞ্চলের যাত্রীরা।

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সারাবাংলাকে জানান, বৃহস্পতিবার বিকেল থেকে মহাসড়কে ঘরমুখো মানুষের পাশাপাশি পশুবাহী ট্রাক ও মোটরসাইকেলের চলাচল ব্যাপকভাবে বেড়েছে। এজন্য মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থেকে হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় থেমে থেমে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ঘরমুখো মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে যানজটের সৃষ্টি হলেও সেটা দীর্ঘস্থায়ী নয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার বিকেল থেকেই যানজট থাকলেও শুক্রবার সকাল থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেশি থাকায় ধীরগতিতে চলাচল করছে গাড়িগুলো। তবে যানজট নিরোসনে মহাসড়কে নিয়োজিত পুলিশ সদস্যরা কাজ করছেন।

উত্তরাঞ্চলের যাত্রীদের ভোগান্তি দীর্ঘ যানজট বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় ভোগান্তিতে ঘরমুখো মানুষ সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর