ডেঙ্গুতে ঢামেকে এক যুবকের মৃত্যু
৯ আগস্ট ২০১৯ ২৩:০১
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে শামীম হোসেন (২০) নামে আরও এক যুবক মারা গেছেন। এ নিয়ে ঢামেক হাসপাতালে মৃত্যুর সংখ্যা ২৩।
শুক্রবার (৯ আগস্ট) বেলা সোয়া ৩টার দিকে মেডিসিন ৭০২ নম্বর ওয়ার্ডে মারা যায়।
শামীমের খালাত ভাই জাকির হোসেন জানায়, তাদের বাড়ি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায়। বেশ কয়েকদিন ধরে গলার টন্সিল রোগে ভুগছিল শামীম। টন্সিল নিয়ে গত বুধবার ঢামেক হাসপাতালের নাক, কান, গলা বিভাগে ভর্তি হয়। সেখান থেকে গতকাল তার জ্বর আসে। পরীক্ষার পর ডেঙ্গু ধরা পড়ে।
জাকির জানায় গতকালই তাকে মেডিসিন ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। হাসপাতাল থেকে বিকালেই শামীমের মৃতদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের ২০৭ নম্বর ওয়র্ডে মারা যান রিফাত এবং গতকাল দুপুড়ে মারা যায় লাটু মিয়া।
হাসপাতাল সূত্রে জানা যায়, ডেঙ্গু জ্বরে বৃহস্পতিবার দুপুরে ২০৭ নম্বর ওয়ার্ডে ভর্তি হন রিফাত। সেদিন দিবাগত রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়। সে মুগদা থেকে এসেছিল। রাতেই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং শুক্রবার (৯ আগস্ট) বেলা সোয়া ৩টার দিকে মারা যান শামীম।
এর আগে, গতকাল দুপুড়ে মারা যায় নোয়াখালী জেলার মাইজদি উপজেলার বাসিন্দা লাটু মিয়া (৫২)। তিনি গত ৪ আগস্ট জ্বর নিয়ে ঢামেক হাসপাতালে ভর্তি হন।
গতকাল সকাল থেকে শুক্রবার (৯ আগস্ট) সকাল পর্যন্ত ৮৮ জন রোগী ভর্তি হয়। ছুটি নেয় ৫২ জন। বর্তমানে হাসপাতালে মোট ৭১১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।