Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেতন-বোনাস নিয়েই শ্রমিকেরা বাড়ি যাবে: বিজিএমইএ সভাপতি


৯ আগস্ট ২০১৯ ১৮:২৬ | আপডেট: ৯ আগস্ট ২০১৯ ১৯:৪৪

ঢাকা: আগামীকালের (১০ আগস্ট) মধ্যে সব গার্মেন্টেসের বেতন-বোনাস পরিশোধ করা হবে বলে জানিয়েছেন পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি রুবানা হক। তিনি বলেন, বেতন-বোনাস নিয়েই শ্রমিকেরা বাড়ি ফিরতে পারবেন। শুক্রবার (৯ আগস্ট) বিকালে সারাবাংলাকে তিনি এ কথা জানান।

রুবানা হক বলেন, ‘কোনো শ্রমিকই বেতন-বোনাস ছাড়া বাড়ি যাবে না। সবাই তার ন্যায্য পাওনা নিয়েই বাড়ি ফিরবেন। আগামীকালের মধ্যে সব কারখানার বেতন-বোনাস পরিশোধ করা হবে। কোনক্রমেই এর ব্যতয় ঘটবে না।’

বিজ্ঞাপন

এদিকে, গাজীপুরসহ কিছু কিছু এলাকার কারখানায় এরই মধ্যে ঈদের ছুটি শুরু হয়েছে। বৃহস্পতিবারই বাড়ি ফিরেছেন ওইসব গার্মেন্টের শ্রমিকেরা। ছুটি হওয়া কোনো কারখানায় বেতন-বোনাস নিয়ে কোন সমস্যা ঘটেনি। আর আশুলিয়াসহ অন্যান্য কারখানায় ছুটি হবে আগামীকাল (১০ আগস্ট)। খোলা রয়েছে ব্যাংকও, ফলে কালকের মধ্যেই শতভাগ বেতন-বোনাস পরিশোধ করার প্রতিশ্রুতি রয়েছে পোশাক মালিকদের।

জানতে চাইলে বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ফয়সাল সামাদ সারাবাংলাকে বলেন, ‘এরইমধ্যে ৯৫ শতাংশ কারখানায় বেতন বোনাস হয়ে গেছে। ব্যাংক এখনও খোলা আছে। কালও খোলা থাকবে। ফলে কালকের মধ্যেই শতভাগ কারখানায় বেতন বোনাস পরিশোধ হয়ে যাবে।’

শ্রমিক সংগঠনগুলোও বেতন-বোনাস নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছে। এ প্রসঙ্গে টেক্সটাইল গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল সারাবাংলাকে বলেন, ‘বেতন-বোনাস নিয়ে তেমন কোন সমস্যা দেখছি না। দুই-একটি কারখানা ছাড়া তেমন সমস্যা হয়নি, সব ফ্যাক্টরিই বোনাস দিচ্ছে। তবে কিছু কিছু কারখানায় কম দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

শ্রমিক সংগঠন ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘বেতন-বোনাস মোটামুটি সব কারখানায় দিয়েছে। সাব কন্ট্রাক্টের কিছু কারখানায় হয়তো সমস্যা আছে। আগামীকালের মধ্যে সব কারখানায় ছুটি হবে।’ ফলে আগামীকালের মধ্যে সব কারখানা বেতন-বোনাস পরিশোধ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর