Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু প্রতিরোধে দরকার বছরব্যাপী কর্মসূচি: নাসিম


৯ আগস্ট ২০১৯ ১৭:৫৪ | আপডেট: ৯ আগস্ট ২০১৯ ১৭:৫৬

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার উৎসস্থল ধ্বংসে বছরব্যাপী কর্মসূচি নেওয়া দরকার।’ এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

শুক্রবার (৯ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিন ব্লকের নিচতলায় ডেঙ্গু চিকিৎসাসেবা সেল পরির্দশন করেন মো. নাসিম। পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

মো. নাসিম বলেন, ‘বর্তমানে ডেঙ্গু আতঙ্ক সৃষ্টি করেছে। দেশের হাসপাতালে চিকিৎসক-নার্স থেকে শুরু করে মেডিকেল টেকনোলজিস্ট, ল্যাব ট্যাকনিশিয়ানসহ সংশ্লিষ্ট সবাই দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন। এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও তারা সেবা দিয়ে যাচ্ছেন।’

সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ডেঙ্গু থেকে রক্ষা পেতে মশা নিধনের বিকল্প নেই। নাগরিকদেরও দায়বদ্ধতা রয়েছে। তাই সবাইকে সতর্ক এবং সচেতন হতে হবে।’

বিএসএমএমইউর উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘জ্বর হলেই যথাসময়ে হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ নিন। যারা জ্বরে আক্রান্ত হয়েছেন পরীক্ষা না করে বাড়ি যাবেন না। দেরি করে ডেঙ্গু চিকিৎসার জন্য এলে রোগীর স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়।’

হাসপাতালের চিকিৎসা সেবা বাড়ানোর পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে জানান ডা. কনক কান্তি বড়ুয়া। তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আজহার ছুটিতেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা চলবে। ইতোমধ্যে সে প্রস্তুতি নেওয়া হয়েছে। শুধু তাই নয়, সাধারণ রোগীদের সুবিধার্থে ঈদের পর দিন বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ খোলা রাখা হয়েছে। আর বুধবার প্রচলিত নিয়মে হাসপাতাল খোলা থাকবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘প্রত্যেক বছরের মতো এবারও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে আগামী ১৫ আগস্ট সকাল ৯টা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে বিনামূল্যে রোগী দেখা হবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক এবং সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহাবুবুল হক, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, চিফ এস্টেট অফিসার ডা. এ কে এম শরীফুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) অধ্যাপক ডা. নাজমুল করিম মানিকসহ অন্যরা।

ডেঙ্গু নাসিম

বিজ্ঞাপন

৫ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ
৯ জানুয়ারি ২০২৫ ১৬:১৬

আরো

সম্পর্কিত খবর