Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু সেতুতে সুন্দরবন এক্সপ্রেস লাইনচ্যুত


৯ আগস্ট ২০১৯ ১৬:০৬ | আপডেট: ৯ আগস্ট ২০১৯ ১৭:০০

ঢাকা: বঙ্গবন্ধু সেতুর ওপর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হয়ে যাওয়ায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ঢাকা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনটির ‘ছ’ কোচের চাকা শুক্রবার (৯ আগস্ট) দুপুর ২টার দিকে লাইনচ্যুত হয়ে যায়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হলেও এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, অতিরিক্ত যাত্রী পরিবহন করার কারণে বঙ্গবন্ধু সেতুতে ওঠার সময় ‘ছ’ কোচটি লাইনচ্যুত হয়ে যায়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের মাস্টার মাসুম আলী খান জানান, সুন্দরবন এক্সপ্রেসের একটি কোচের সামনের দুইটি চাকা লাইনচ্যুত হয়েছে। যন্ত্রপাতি দিয়ে চাকা লাইনে তোলার চেষ্টা করা হচ্ছে। এছাড়া ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে।

ট্রেন লাইনচ্যুত বঙ্গবন্ধু সেতু

বিজ্ঞাপন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর