Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হংকং বিমান বন্দরে আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচি চলছে


৯ আগস্ট ২০১৯ ১৫:৩৩

হংকংয়ের বিমান বন্দরে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। প্রথম দিনে অনুমোদনহীন এক সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। শুক্রবার (৯ জুলাই) আন্দোলনকারীদের অবস্থানের তৃতীয় দিন। আগামী রোববার পর্যন্ত এ অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের। খবর বিবিসির।

বিমান বন্দরে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করছে। তাদের দাবির স্বপক্ষে জনমত গঠনের কাজ করছে।

বিজ্ঞাপন

এর আগে, চীনের কেন্দ্রীয় সংসদে উত্থাপিত বন্দি প্রত্যার্পণ বিল বাতিলের দাবিতে শুরু হওয়া আন্দোলনটি এখন হংকংয়ের বৃহত্তর স্বাধীনতা আন্দোলনে রূপ নিয়েছে। এক সপ্তাহ ধরে হংকংয়ের নিয়ন্ত্রণ আন্দোলনকারীদের হাতে।

আন্দোলনকারীদের পক্ষ থেকে, চলমান আন্দোলনের বিভিন্ন পর্যায়ে পুলিশি নৃশংসতার নিরপেক্ষ তদন্ত, বন্দি প্রত্যার্পণ বিল বাতিল এবং প্রধান নির্বাহী ক্যারি ল্যামের পদত্যাগ দাবি করা হয়েছে।

১৯৯৭ সালে ব্রিটিশ কলোনি থেকে আলাদা হয়ে চীনের অধীনে স্বায়ত্ত্বশাসিত একটি অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করে হংকং। এতদিন হংকং বিচার বিভাগের স্বাধীনতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা উপভোগ করছিল। কিন্তু চীনের সংসদে বন্দি প্রত্যার্পণ বিল উত্থাপিত হওয়ার পর দেশটির বিচার বিভাগের স্বাধীনতা এবং মানবাধিকার খর্ব হতে পারে বলে আশংকা করছে বিশ্লেষকেরা।

বেইজিংয়ের পক্ষ থেকে আন্দোলনকারীদের সতর্ক করে বলা হয়েছে, চীনের নমনীয়ভাবের সুযোগ নিয়ে, তারা যেন আগুন নিয়ে খেলায় মেতে না ওঠে।

তবে হংকং বিমান বন্দরের কর্তৃপক্ষ জানিয়েছে, অবস্থান কর্মসূচি পরিকল্পিত এবং শান্তিপূর্ণভাবেই পালিত হচ্ছে। বিদেশি অতিথিদের কার্যক্রমে আন্দোলনকারীরা কোন ধরণের বাঁধা সৃষ্টি করছেন না।

বিজ্ঞাপন

আন্দোলনকারীদের একজন রয়টার্সকে জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত পুলিশ সংযত আচরণ করবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন শান্তিপূর্ণই থাকবে।

অবস্থান কর্মসূচী ক্যারি ল্যাম বন্দি প্রত্যার্পণ বিচার বিভাগ বিমান বন্দর হংকং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর