Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে একজনকে গ্রেফতার


৯ আগস্ট ২০১৯ ১৫:০২ | আপডেট: ১০ আগস্ট ২০১৯ ০১:১৪

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাটিকামারা গ্রামের চতুর্থ শ্রেণির একস্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা একজনকে গ্রেফতার করেছে পুলিশ। কুষ্টিয়ার কুমারখালী থানার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন এ ঘটনা নিশ্চিত করেছেন।

চতুর্থ শ্রেণিতে পড়া ওই ছাত্রীকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে একই গ্রামের আতিকুল ইসলামের পুত্র এনামুল হক টিটু (৩২)। এ সময় ওই স্কুল ছাত্রী ভয়ে চিৎকার দিলে আশে পাশের লোকজন জড়ো হয়। এ সময় এনামুল দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

ভুক্তভোগী ওই স্কুল ছাত্রীর এক স্বজন জানান, বৃহস্পতিবার বিকেলে তার ভাতিজি বাড়ীর পাশে খেলছিল। এ সময় কৌশলে নিজের ঘরে আটকিয়ে ধর্ষণের চেষ্টা করে এনামুল। এ সময় সে চিৎকার দিলে ভয়ে এনামুল পালিয়ে যায়।

এই ঘটনায় এই ছাত্রীর পিতা বাদী হয়ে কুমারখালী থানায় ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন। পরে পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে লম্পট এনামুল হক টিটুকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কুষ্টিয়ার জেল হাজতে প্রেরণ করা হয়।

এদিকে এনামুল গ্রেফতার হওয়ার পর একটি মহল ভুক্তভুগী ওই স্কুল ছাত্রীর পিতার উপর প্রভাব খাটিয়ে অভিযোগটি তুলে নিতে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে চলেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

কুষ্টিয়া ধর্ষণ শ্লীলতাহানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর