সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ওষুধ কোম্পানীর কর্মকর্তা
৯ আগস্ট ২০১৯ ১৪:২০
বগুড়া প্রথম বাইপাস সড়কের তিনমাথা এলাকায় সড়ক দুর্ঘটনায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে রবিউল ইসলাম (৩৬) নামে এক ওষুধ কোম্পানীর কর্মকর্তা মারা গেছেন। শুক্রবার (৯ আগস্ট) সকালে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিরাজগঞ্জে কর্মরত একটি ওষুধ কোম্পানীর কর্মকর্তা রবিউল ইসলাম ঈদের ছুটিতে নওগাঁর বদলগাছী উপজেলায় নিজ বাড়িতে ফিরছিলেন। সিরাজগঞ্জ থেকে মটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে সকাল সাড়ে ৭ টার দিকে বাইপাস সড়কে তিনমাথা এলাকায় রংপুরগামী একটি বিআরটিসি’র বাস ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীর লোকজন তাকে উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।
রবিউল নওগাঁর বদলগাছী উপজেলার জোলাপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান হয়েছে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আজিজ মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।