Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই দিন পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক


৯ আগস্ট ২০১৯ ১৩:৫৭

দুই দিন পর বৈরী আবহাওয়ার কাটিয়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) সকাল থেকে ১৮টি ফেরি চলছে এই নৌরুটে। এছাড়া এ ঘাট থেকে ৮৭টি লঞ্চ ও দুই শতাধিক সি-বোট দিয়ে যাত্রীরা পদ্মা পাড়ি দিচ্ছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলিম জানান, গত বুধবার (৭ আগস্ট) সকাল থেকেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছিলো। এই দুই দিন মাঝে মাঝে দুই একটি ফেরি চললেও তা দিয়ে শুধু মানুষ পারাপার করতে হয়েছে ও খুব সীমিত আকারে গাড়ি পার হয়েছে। এমনিভাবেই কয়েক দফা ফেরি বন্ধ আবার চালু রাখতে হয়েছিল। শুক্রবার সকাল থেকে ছোট গাড়ী ও প্রায় ১৫০০ মোটরসাইকেল পার হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার সকাল থেকে আবহাওয়া পুরোপুরিভাবে অনুকূলে থাকায় ১৮টি ফেরি চলছে এই নৌ-রুটে। পাশাপাশি লঞ্চ ঘাট থেকে ৮৭টি লঞ্চ ও সি-বোট ঘাট থেকে প্রায় ৩০০ শতাধিক সি-বোট পদ্মা পাড়ি দিচ্ছে। ঘাট এলাকায় ছোট বড় মিলিয়ে ৯ শতাধীক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে।

কাঁঠালবাড়ী নৌরুট মুন্সিগঞ্জ শিমুলিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর