Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ আহত ২


৯ আগস্ট ২০১৯ ১৩:৪৮

নাটোরের লালপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মেহেদী হাসান নামে এক মোটরসাইকেল আরোহি নিহত ও দুইজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় ক্লিনিক এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বনপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মাহফুজুর রহমান জানান, শুক্রবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে টাঙ্গাইল থেকে আসা একটি মোটরসাইকেল যশোরের সারষার দিকে যাচ্ছিল। এ সময় মেহেরপুর থেকে নাটোরে আসা অপর মোটরসাইকেলের সাথে লালপুর উপজেলার গোধরা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়।

বিজ্ঞাপন

এতে ঘটনাস্থলেই টাঙ্গাইল থেকে আসা মোটরসাইকেল চালক মেহেদী হাসান নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

নিহত মেহেদী হাসান যশোরের সারষা গ্রামের রফিকুল ইসলামের ছেলে বলে জানা যায়।

নাটোর মোটরসাইকেল সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর