ডেঙ্গুতে ঢামেকে মৃতের সংখ্যা দাঁড়াল ২২ এ
৯ আগস্ট ২০১৯ ১৩:০২
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গুতে রিফাত (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২২ এ।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে হাসপাতালের ২০৭ নম্বর ওয়ার্ডে মারা যায় রিফাত।
হাসপাতাল সুত্রে জানা যায়, ডেঙ্গু জ্বরে বৃহস্পতিবার দুপুরে ২০৭ নম্বর ওয়ার্ডে ভর্তি হয় রিফাত। সেদিনই দিবাগত রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়। রাতেই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সে মুগদা থেকে এসেছিলো।
এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুড়ে মারা যায় নোয়াখালী জেলার মাইজদি উপজেলার বাসিন্দা লাটু মিয়া (৫২)। তিনি গত ৪ আগষ্ট জ্বর নিয়ে ঢামেক হাসপাতালে ভর্তি হন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে শুক্রবার (৯ আগস্ট) সকাল পর্যন্ত ৮৮ জন রোগী ভর্তি হয়। বর্তমানে হাসপাতালে মোট ৭১১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে।