Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি মারা গেলেন ‘বন্দুকযুদ্ধে’


৯ আগস্ট ২০১৯ ০৯:০১ | আপডেট: ৯ আগস্ট ২০১৯ ০৯:২৬

গাইবান্ধা: হাতকড়া পরা অবস্থায় পুলিশের কাছ থেকে ছিনতাই করে নেওয়া ১৮ মামলার আসামি চিনু মিয়া ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছেন। ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোবিন্দগঞ্জ সাপগাছি হাতিয়াদহ বাঁধের ওপর ‘বন্দুকযুদ্ধে’র এ ঘটনা ঘটে।

চিনু মিয়া (৩৮) গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথ গ্রামের মৃত নুরু ইসলামের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইন, হত্যাচেষ্টা, প্রতারণা, চাঁদাবাজি, অগ্নিসংযোগ ও নাশকতাসহ ১৮টি মামলা আদালতে বিচারাধীন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) এ কে এম মেহেদী হাসান ঘটনা নিশ্চিত করে জানান, হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া আসামি চিনু বৃহস্পতিবার গভীর রাতে চর এলাকায় পালিয়ে যাচ্ছিল। গোপন খবর পেয়ে পুলিশ কাটাখালি এলাকায় অবস্থান নেয়। চিনু ও তার সহযোগীরা কাটাখালিতে পৌঁছালে পুলিশ তাদের আটকের চেষ্টা করে।

ওসি বলেন, এ সময় পুলিশকে লক্ষ্য করে তারা গুলি করে। পরে পুলিশও পাল্টা গুলি করলে একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় চিনু।  ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। চিনুর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

এর আগে, বুধবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথ গ্রামের বাঁধের ওপরে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ চিনুকে ছিনিয়ে নেয় তার সহযোগী ও স্বজনরা। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে চিনুর সহযোগী নুর আলম ও তাজনুরকে আটক করে।

আসামি ছিনতাই চিনু মিয়া ছিনিয়ে নেওয়া আসামি টপ নিউজ বন্দুকযুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর