Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে ১৪শ কেজির ‘রেড কিং’ দাম ১২ লাখ টাকা


৯ আগস্ট ২০১৯ ০০:৫০ | আপডেট: ৯ আগস্ট ২০১৯ ০৯:৩১

সিলেট: সিলেটের কাজির বাজার পশুর হাটে ১৪শ কেজির ‘রেড কিং’ নামের বিশাল ষাঁড়ের (প্রায় ৩৮ মণ) দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা। সিলেটের কাজির বাজার পশুর হাটে সব থেকে বড় ও দামি ষাড় এটি বলে দাবি করেছেন রেড কিংয়ের মালিক গোলাম ওয়াহিদ।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার শেখের মহল্লা গ্রামের গোলাম ওয়াহিদের খামার থেকে হাটে নিয়ে আসেন ‘রেড কিং’কে।

ষাঁড়ের মালিক গোলাম ওয়াহিদ জানান, ‘রেড কিং’এর উচ্চতা ছয় ফুট, লম্বা আট ফুট এবং বুকের মাপ সাড়ে আট ফুট। লাল রঙের এই ষাড়টি পাকিস্তানি সিন্ধু ও শংকর জাতের মিশ্র। তিনি সাড়ে তিন বছর বয়সী ষাঁড়টিকে নিজ খামারে খৈল, ভূষি ও ঘাস খাইয়ে বড় করেছেন। বিশালাকৃতির ষাঁড়টিকে দেখতে হাটে উৎসুক মানুষের ভিড় লেগেছে।

রেড কিং সিলেট

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর