দুঃস্থ নারীদেরকে অনুদান দিলেন মেয়র হাছিনা গাজী
৮ আগস্ট ২০১৯ ২২:০৫ | আপডেট: ৮ আগস্ট ২০১৯ ২৩:৫৭
নারায়ণগঞ্জ: দুঃস্থ নারীদের মাঝে অনুদানের নগদ অর্থ সহায়তা দিয়েছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীরপ্রতীক) ঐচ্ছিক তহবিল থেকে এ অনুদান দেওয়া হয়।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার রূপসী এলাকার গাজী ভবনে দুঃস্থ নারীদের মাঝে অনুদানের অর্থ দেওয়া হয়।
এসময় তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেন, ‘দেশবিরোধী অপশক্তি নানা গুজবের আশ্রয় নিচ্ছে। তারা ভিন্ন পথ অবলম্বন করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তাই কেউ গুজবে কান দেবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের এ উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্যই একটি মহল গুজব ছড়াচ্ছে। এসব গুজবের ব্যাপারে সবাইকে সোচ্চার থাকতে হবে।’
ডেঙ্গুর ব্যাপারে সরকার সচেষ্ট রয়েছে, জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বানও জানান এ মেয়র।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ফিরোজ ভুঁইয়াসহ অন্যরা।