Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রিন রোডে পড়ে থাকা বিদ্যুতের তারে প্রাণ গেল চিকিৎসকের


৮ আগস্ট ২০১৯ ২১:৩২ | আপডেট: ৮ আগস্ট ২০১৯ ২১:৫৩

ঢাকা: গ্রিন রোডে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ দে নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

ডা. পলাশ দে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী। দুর্ঘটনার পরপরই তাকে ক্রিসেন্ট গ্যাস্টোলিভার হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত পলাশ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার প্রাণনাথপুর গ্রামের গোপাল দে’র ছেলে। বর্তমানে মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায় থাকতেন তিনি।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বিপ্লব হোসেন জানান, পলাশ বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছিলেন। বর্তমানে তিনি গ্রিনরোডের গ্রিনলাইফ হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে (ICU) কর্মরত ছিলেন।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আ হ ম আছাদুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘বিকেল সাড়ে চারটার দিকে প্রচণ্ড বৃষ্টির মধ্যে সুমন দে (২৪) রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় সড়কের পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তার মরদেহ গ্রিন লাইফ হাসপাতালে পাঠানো হয়েছে।’ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

চিকিৎসক বিদ্যুৎস্পৃষ্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর