Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কিছু লোক কোনো কাজ করে না, অন্যরা করলে সেটারও সমালোচনা করে’


৮ আগস্ট ২০১৯ ১৯:৪১

চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু মোকাবিলায় সরকারের মন্ত্রীসহ দায়িত্বশীল ব্যক্তিদের প্রচারণামূলক কাজ নিয়ে সমালোচনার জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘কিছু লোক আছে যারা কোনো কাজ করে না, অন্যরা করলে সেটারও সমালোচনা করে।’

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান আয়োজিত ম্যাথ অ্যান্ড সায়েন্স সামার স্কুলের শিক্ষা সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন। এর আগে, অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠান শেষে ‘বিএনপিসহ সমমনাদের সমালোচনা’ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘কিছু লোক আছে যারা কোনো কাজ করে না, অন্যরা করলে সেটারও সমালোচনা করে। বিএনপিরও হয়েছে একই দশা। ডেঙ্গু মোকাবিলার জন্য সারাদেশের মানুষ যেখানে উদ্বিগ্ন, সেখানে কয়েকদিন আগে দেখলাম মির্জা ফখরুল সাহেব নতুন নির্বাচনের দাবি তুলছেন। মানুষ কি এখন নতুন নির্বাচন দাবি করার মতো পরিস্থিতিতে আছে? দেশের মানুষ সবাই ডেঙ্গু নিয়ে উদ্বেগের মধ্যে আছে। সবাই আর্তপীড়িত মানুষের পাশে দাঁড়াচ্ছে। আর একশ্রেণির মানুষ সেটা না করে সমালোচনা করছে।’

আদালতের রায়ে গণমাধ্যম কর্মীদের নবম ওয়েজবোর্ড আটকে যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘নবম ওয়েজবোর্ডের বিষয়টি এখন আদালতে গড়িয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করার সব প্রস্তুতি ছিল। মন্ত্রিসভা কমিটি সেটা চূড়ান্ত করার পর মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও ক্যাবিনেটে পাঠানোর জন্য আমরা সব কাগজপত্র চূড়ান্ত করেছিলাম। এ পর্যায়ে আদালত থেকে স্থিতাবস্থার জন্য একটি রায় এসেছে। আদালতে গেছেন সংবাদপত্রের মালিকরা।’

বিজ্ঞাপন

‘বিষয়টি যেহেতু আদালতে গেছে, অবশ্যই সরকারের পক্ষ থেকে আদালতে আমাদের বক্তব্য উপস্থাপন করব, যাতে করে বাস্তবায়ন করা যায়। আদালতে যে জিজ্ঞাস্য দিয়েছে, সেগুলোর বিষয়ে অবশ্যই আইনজীবীর মাধ্যমে বক্তব্য উপস্থাপন করব। আশা করছি, আদালত নিশ্চয় সাংবাদিকদের বিষয় বিবেচনা করবেন। যেহেতু আদালতের বিষয়, এর বেশি বলা যাবে না। আমরা শুধু আদালতের কাছে আশা করতে পারি’, বলেন তথ্যমন্ত্রী।

এর আগে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বাংলাদেশের নারীদের অগ্রগতির বিভিন্ন চিত্র তুলে ধরে মন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী, স্পিকার একজন নারী। এমনকি আমাদের সংসদ উপনেতাও একজন নারী। বিরোধী দলীয় নেতাও নারী ছিলেন। এখনও বিরোধী দলের উপনেতা একজন নারী। বাংলাদেশ নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে। এজন্য নারীদের শিক্ষায় এমন একটি বিশ্ববিদ্যালয় তৈরির সুযোগ বাংলাদেশ করে দিয়েছে।’

নগরীর দামপাড়া ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, বুয়েটের অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের রেজিস্ট্রার ড. ডেভ ডল্যান্ড বক্তব্য রাখেন।

ডেঙ্গু তথ্যমন্ত্রী

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর