হাতিয়ায় মাছ ধরার নৌকা থেকে ৩ জেলেকে উদ্ধার
৮ আগস্ট ২০১৯ ১৮:২২ | আপডেট: ৮ আগস্ট ২০১৯ ১৮:২৯
নোয়াখালী জেলার হাতিয়ার দক্ষিণে চর নূরুল ইসলাম এলাকায় মেঘনা নদীতে ডুবে যাওয়া একটি মাছ ধরার নৌকা থেকে মুমূর্ষু অবস্থায় তিন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার নৌকাটি মেঘনা নদীতে ডুবে যায়। খবর পেয়ে হাতিয়ার ভাসানচরে কর্তব্যরত নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে নিমজ্জিত নৌকা থেকে তিন জেলেকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া তিন জেলে হলেন— গোপাল চন্দ্র দাসের ছেলে রাজিব চন্দ্র দাস, প্রিয় লাল চন্দ্র দাসের ছেলে রবিন্দ্র চন্দ্র দাস এবং অর্মণ চন্দ্র দাসের তিমির চন্দ্র দাস। তারা সবাই নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার দাসপাড়া গ্রামের বাসিন্দা।
নৌবাহিনী সদস্যরা উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা সহায়তা ও প্রয়োজনীয় খাবার দেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের হাতিয়ার সুবর্ণচর হাসপাতালে হস্তান্তর করা হয়।
৩ জেলে উদ্ধার ৩ জেলেকে উদ্ধার বাংলাদেশ নৌবাহিনী মাছ ধরার নৌকা হাতিয়া