Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগস্টের ৭ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত ১৪ হাজার ৩৭৩ জন!


৮ আগস্ট ২০১৯ ১৭:৫৭ | আপডেট: ৮ আগস্ট ২০১৯ ১৮:০৮

ঢাকা: আগস্টের প্রথম সাত দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪ হাজার ৩৭৩ জন রোগী সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সংখ্যা পুরো জুলাই মাসে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যার প্রায় সমান। ওই মাসে সারাদেশে ১৫ হাজারের কিছু বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) অধিদফতর জানায়, বুধবার (৭ আগস্ট) সকাল  ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে সারাদেশে ২৩২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতেই ভর্তি হয়েছেন ১১৫৯ জন ডেঙ্গু রোগী, ঢাকার বাইরে ১১৬৭ জন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১ আগস্ট সকাল ৮টা থেকে ২ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সময়ে সারাদেশে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ১৬৮৭ জন। পরের ২৪ ঘণ্টায় এমন রোগীর সংখ্যা ছিল ১৬৪৯। পরের দিন আরও ১৮৭০ জন ডেঙ্গু রোগী সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। ৪ আগস্ট সকাল ৮টা থেকে ৫ আগস্ট সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২০৬৫ জন। পরের দুই দিন আরও ২৩৪৮২৪২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। সর্বশেষ আজ সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টার তথ্য মিলিয়ে আগস্টের প্রথম সপ্তাহেই মোট ১৪ হাজার ৩৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, বাংলাদেশে এ বছরের এখন পর্যন্ত বিভিন্ন সময় ৩৪ হাজার ৬৬৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৫ হাজার ৮৭২ জন রোগী সুস্থ হয়েছেন, বর্তমানে চিকিৎসাধীন আছেন ৮ হাজার ৭৬৫ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ১৩০ জন, মিটফোর্ড হাসপাতালে ১১৮ জন, ঢাকা শিশু হাসপাতালে ৪৪ জন ও শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৫৬ জন ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

এছাড়াও বিএসএমএমইউতে ৬৫ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১২৪ জন, পিলখানা বিজিবি হাসপাতালে ভর্তি হয়েছেন চার জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৩১ জন ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১০০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

এদিকে, রাজধানীর বেসরকারি হাসপাতালগুলোতে গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ডেঙ্গুতে আক্রান্ত ৪৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৭ জন রোগী ভর্তি হয়েছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে। এছাড়া বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন, স্কয়ার হাসপাতালে ২৮ জন, মিরপুর ডেল্টা মেডিকেল কলেজে ২৩ জন, সেন্ট্রাল হাসপাতালে ২৬ জন ও কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ২৭ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

এছাড়া, ঢাকা বিভাগের জেলা শহরগুলোতে ২৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ২২৭ জন ও খুলনা বিভাগে ১৭৯ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এছাড়াও রংপুর বিভাগে ৬৬ জন, রাজশাহী বিভাগে ১৩০ জন, বরিশাল বিভাগে ১৭৮ জন ও সিলেট বিভাগে ৩৩ জন ডেঙ্গু রোগী রয়েছেন বিভিন্ন হাসপাতালে। আর ময়মনসিংহ বিভাগের বিভিন্ন হাসপাতালে রয়েছেন ডেঙ্গুতে আক্রান্ত ৭১ জন রোগী।

টপ নিউজ ডেঙ্গু রোগী ডেঙ্গুতে আক্রান্ত স্বাস্থ্য অধিদফতর হাসপাতালে ভর্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর