Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক শিমুল হত্যা মামলায় পৌর মেয়রের জামিন নামঞ্জুর


৮ আগস্ট ২০১৯ ১৫:২৩

রাজশাহী: সিরাজগঞ্জের শাহজাদপুরের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় স্থানীয় পৌরসভার বরখাস্তকৃত মেয়র হালিমুল হক মিরুর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু জানান, বৃহস্পতিবার এই মামলার অভিযোগ গঠনের নির্ধারিত তারিখ ছিল। তবে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১৮ আগস্ট পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়। তিনি বলেন, মামলার চার্জগঠনের পূর্বনির্ধারিত তারিখ হওয়ায় কারাগার থেকে বৃহস্পতিবার সকালে রাজশাহীর দ্রুত বিচার ট্রাব্যুনালে আনা হয় শাহজাদপুর পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র হালিমুল হক মিরুকে। এসময় উচ্চ আদালত থেকে জামিনে থাকা অন্য আসামিরাও আদালতে উপস্থিত হন। দুপুরে আসামিপক্ষের আইনজীবী একরামুল হক আসামি মিরুর জামিন আবেদন ও চার্জ গঠনের সময় পেছানোর আবেদন করেন।

বিজ্ঞাপন

তবে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার শুনানি শেষে মিরুর জামিন আবেদন নামঞ্জুর করেন এবং চার্জ গঠনের সময় আগামী ১৮ আগস্ট নির্ধারণ করে দেন।

দ্রুত বিচার ট্রাইব্যুনাল সাংবাদিক শিমুল হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর