বরিশালে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতার মৃত্যু
৮ আগস্ট ২০১৯ ১১:৩২ | আপডেট: ৮ আগস্ট ২০১৯ ১৪:৩৪
বরিশাল: বরিশালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) ভোর রাতে নগরীর হরিনাফুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মালেক ফকির (৩৫)। তিনি মাদক বিক্রেতা ছিলেন বলে দাবি র্যাবের। মালেক বরিশাল নগরীর কেডিসি এলাকার বাসিন্দা এনতাজ ফকিরের ছেলে।
বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, ভোরে হরিনাফুলিয়া এলাকায় র্যাব-৮ এর সদস্যদের সঙ্গে মাদক বিক্রেতাদের গোলাগুলি হয়। এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও মালেকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে তার মৃতদেহ পুলিশের কাছে হস্তান্তর করেন র্যাব সদস্যরা।
ওসি জানান, নিহত মালেক একজন চিহ্নিত মাদক বিক্রেতা।
সারাবাংলা/এসএমএন