জামালপুরে নৌকাডুবি, নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে
৮ আগস্ট ২০১৯ ১০:০৩ | আপডেট: ৮ আগস্ট ২০১৯ ১০:৩৭
জামালপুর: দেওয়ানগঞ্জে ভিজিএফের (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল নিয়ে ফেরার পথে যমুনা নদীতে নৌকাডুবে নিখোঁজ রয়েছেন অন্তত ছয় জন।
বুধবার (৭ আগস্ট) রাত ৯টার দিকে ফুটানী বাজার ঘাট থেকে যমুনা নদীর মাঝে চর হলকা হাওড়াবাড়ী এলাকায় যাওয়ার পথে টিনের চরের কাছে পৌঁছলে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়।
যমুনায় নোকাডুবি, উদ্ধার ১৯, এখনো নিখোঁজ ৯
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মইনুল ইসলাম জানান, চুকাইবাড়ী ইউনিয়ন থেকে ভিজিএফ চাল নিয়ে ফেরার সময় মাঝ নদীতে নৌকা ডুবে যায়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এখন পর্যন্ত ২২ জনকে জীবিত উদ্ধার করেছেন। নৌকায় অন্তত ২৮ জন যাত্রী ছিলেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে ওসি এম এম মইনুল ইসলাম জানান, আজ ভোর থেকে নিখোঁজদের সন্ধানে আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে।