শিক্ষকের হাতে যৌন নির্যাতনের শিকার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী
৮ আগস্ট ২০১৯ ০১:১০ | আপডেট: ৮ আগস্ট ২০১৯ ০১:৫৩
কক্সবাজার: কক্সবাজারে শিক্ষকের হাতে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী যৌন হয়রানির স্বীকার হয়েছে। অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ বলে জানা গেছে।
ঐ শিক্ষার্থীর বড় বোনের অভিযোগ, তার ছোট বোন কক্সবাজার শহরের বাহারছড়াস্থ কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের ছবি আকার শিক্ষক বোরহান উদ্দিনের (৩০) কাছে পড়তে গিয়েছিলো। এসময় ঐ শিক্ষক ৪ তলার একটি শ্রেণীকক্ষে যৌন নির্যাতন করে। অভিযুক্ত শিক্ষক শহরের মধ্যম বাহারছড়ার মোহাম্মদ ইকবালের ছেলে। তিনি কক্সবাজার শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক।
পরে শিশুর বড় বোনের অভিযোগের ভিত্তিতে স্থানীয়রা ঐ শিক্ষককে ধরে পুলিশে দেয়।
কক্সবাজার সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান, অভিযুক্ত শিক্ষক যৌন হয়রানির কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জনান, শিশু যৌন নিপীড়নের ঘটনার খরব পেয়ে এসআই সাইফুলকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। অভিযুক্ত যুবক বোরহান উদ্দিনকে আটক করা হয়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে প্রমানিত হয়েছে অভিযুক্ত বোরহান উদ্দিন শিশুটিকে যৌন নিপীড়ন করেছে।