বাসাবোতে সিএনজি অটোরিকশার ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু
৭ আগস্ট ২০১৯ ২২:৫৭ | আপডেট: ৭ আগস্ট ২০১৯ ২৩:২৬
ঢাকা: রাজধানীতে সিএনজি অটোরিকশার ধাক্কায় আনোয়ার হোসেন (৩৯) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত ছিলেন।
বুধবার (৭ আগস্ট) সকাল ৯টার বাসাবো সবুজবাগ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় আনোয়ার হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে মারা যান তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আনোয়ার হোসেনের বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার হামজা গ্রামে। তার বাবা আব্দুস সালাম।
আব্দুল খান সারাবাংলাকে বলেন, সকালে বাসাবো এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় আহত হন আনোয়ার হোসেন। পরে পথচারীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান তিনি।
টপ নিউজ পুলিশ সদস্যের মৃত্যু রাজধানীতে সিএনজির ধাক্কায় মৃত্যু সিআইডি পুলিশ