বিজিএমইএ’র আশ্বাসে সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা
৭ আগস্ট ২০১৯ ২২:৪০
ঢাকা: তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র আশ্বাসে মিরপুরে সড়ক অবরোধ কর্মসূচি তুলে নিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। বেতন-ভাতার দাবিতে বুধবার (৭ আগস্ট) বিকেল ৩টা থেকে মিরপুর-১ এ সনি সিনেমা হলের সামনে সড়ক অবরোধ করে রেখেছিলেন তারা।
বৃহস্পতিবারের (৮ আগস্ট) মধ্যে পাওনা পরিশোধে বিজিএমইএ আশ্বাস দেওয়ায় শ্রমিকরা রাত ৯টার দিকে সড়ক থেকে সরে যান।
পোশাক শ্রমিকদের অবরোধের কারণে মিরপুরের উভয় সড়ক, টেকনিক্যাল মোড়, শ্যামলি এলাকায় যানজট দেখা দেয়। এর ফলে ঈদে ঘরমুখো মানুষ ভোগান্তিতে পড়েন।
মিরপুরে জোন পুলিশের ডিসি মোশতাক আহমেদ জানান, বেতন-ভাতার দাবিতে রাপা ফ্যাশনের কর্মীরা বিকেল ৩টার দিকে রাস্তায় নেমে আসেন। বিষয়টির সমাধানে ওই কারখানা কর্তৃপক্ষ ও বিজিএমইএ’র সভাপতির সঙ্গে কথা বলা হয়। বিজিএমইএ’র পক্ষ থেকে বলা হয়েছে-আগামীকালের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে।
পুলিশের ডিসি আরও বলেন, ‘বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।’