Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংকের শাখা রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ


৭ আগস্ট ২০১৯ ২২:২৬

ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানি পশুর হাটের নিকটবর্তী ব্যাংকের শাখাসমূহ রাত আটটা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, ঈদের আগের তিনদিন অর্থাৎ ৯, ১০ ও ১১ আগস্ট (শুক্র, শনি ও রোববার) পশুহাটের নিকটবর্তী ব্যাংকের শাখাসমূহ সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ওই তিন দিন সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ পর্যন্ত সান্ধ্য ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য সব তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে। একইসঙ্গে এই তিন দিন সাপ্তাহিক ও সাধারণ ছুটির তিন দিন দায়িত্ব পালন করায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের যুক্তিসঙ্গত ভাতা প্রদানেরও জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় পরিচালিত কুরবানির পশুর হাটগুলোতে প্রচুর ব্যবসায়ীর সমাগম ঘটে। এ সময়ে বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়ে থাকে। ফলে হাটগুলোতে আর্থিক লেনদেনের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ছুটির দিনগুলোতে রাত্রিকালীন আকস্মিক ভিত্তিতে সুনির্দিষ্ট কর্মকর্তা ব্যাংকের শাখা পরিদর্শন করবেন। একইসঙ্গে ছুটির দিনগুলোতেও ব্যাংকের শাখা ও ভল্টের নিরাপত্তা সুনিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গত ৪ আগস্ট বাংলাদেশ ব্যাংকের জারি করা আরেক প্রজ্ঞাপনে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী শুক্রবার ও শনিবার (৯ ও ১০ আগস্ট) ব্যাংক খোলা রাখার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের বেতন ও অনান্য ভাতা পরিশোধের জন্য এবং রফতানি বাণিজ্য চালু রাখার স্বার্থে তফসিলী ব্যাংকসমূহ আগামী ৯ ও ১০ আগস্ট পূর্ণদিবস খোলা থাকবে।

ঈদ পশুহাট বাংলাদেশ ব্যাংক ব্যাংকের শাখা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর