Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘন্টায় নতুন ডেঙ্গু রোগী ভর্তি ২৪২৮ জন


৭ আগস্ট ২০১৯ ১৮:৩২ | আপডেট: ৭ আগস্ট ২০১৯ ১৮:৩৩

ঢাকা: দেশের বিভিন্ন হাসপাতালে এই মুহূর্তে রোগী ভর্তি হয়েছেন ২৪২৮ জন। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ৮ থেকে বুধবার (৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসেবে এই তথ্য জানা গেছে। এর মধ্যে ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৭৫ জন।

ডেঙ্গু রোগ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের দৈনিক প্রতিবেদনে বুধবার (৭ আগস্ট) এসব তথ্য জানানো হয়। রোগীদের মধ্যে ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে ভর্তি হয়েছেন ১১৫৩ জন। এছাড়া, প্রতিবেদনটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা বলা হয়েছে ২৩ জন।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে চলতি বছরে ৩২ হাজার ৩শ ৪০ জন রোগী বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৩ হাজার ৬শ ১০ জন রোগী সুস্থ হয়েছেন ও বর্তমানে চিকিৎসাধীন আছেন ৮হাজার ৭শ ৭ জন।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুসারে, ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ১৬২ জন, মিটফোর্ড হাসপাতালে ১৩৮ জন, ঢাকা শিশু হাসপাতালে ৪৪ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৯৭ জন ভর্তি হয়েছেন।

এছাড়াও বারডেম হাসপাতালে ২৫ জন, বিএসএমএমইউতে ৩৫ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ৪২ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩৯ জন, পিলখানা বিজিবি হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৪৫ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১১০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, ঢাকা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪৩০ জন রোগী। এদের মধ্যে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ২৭ জন, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন, ধানমন্ডি ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, স্কয়ার হাসপাতালে ১৬ জন, ধানমন্ডি কমফোর্ট নার্সিংয়ে ১৩ জন, শমরিতা হাসপাতালে ৯ জন, মিরপুর ডেল্টা মেডিকেল কলেজে ২৪ জন, ল্যাবএইড হাসপাতালে ৪ জন, সেন্ট্রাল হাসপাতালে ২৬ জন, হাই কেয়ার হাসপাতালে ৮ জন, হেলথ এন্ড হোপ হাসপাতালে ৫ জন, গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ২৩ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

এছাড়াও, খিদমা জেনারেল হাসপাতালে ২ জন, ইউনাইটেড হাসপাতালে ৩০ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন, অ্যাপোলো হাসপাতালে ১৬ জন, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, বিআরবি হসপিটালস লিমিটেডে ১০ জন, আজগর আলী হাসপাতালে ১৭ জন, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ৮ জন, সালাউদ্দিন হাসপাতালে ১০ জন, পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ৭ জন ও উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ৯ জন রোগী ভর্তি হয়েছেন।

এছাড়া, ঢাকা বিভাগের জেলা শহরগুলোতে ২৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৮৭ জন ও খুলনা বিভাগে ১৮৬ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। রংপুর বিভাগে ৯১ জন, রাজশাহী বিভাগে ১২৮ জন, বরিশাল বিভাগে ১৫৯ জন, সিলেট বিভাগে ৩৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও ময়মনসিংহ বিভাগে ৬৯ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে।

২৪ ঘণ্টায় ভর্তি ২৪২৮ জন ডেঙ্গু রোগী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর