Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলতি অর্থবছরে রফতানি লক্ষ্যমাত্রা ৫৪ বিলিয়ন ডলার


৭ আগস্ট ২০১৯ ১৭:১২ | আপডেট: ৭ আগস্ট ২০১৯ ১৭:১৯

ঢাকা: চলতি ২০১৯-২০ অর্থবছরে রফতানি লক্ষ্যমাত্রা ৫৪ বিলিয়ন ডলার ধরা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মোহাম্মদ মফিজুল ইসলাম। এর আগে গত অর্থবছরে (২০১৮-১৯) লক্ষ্যমাত্রার চেয়ে ৩ বিলিয়ন ডলার বেশি আয় হয়েছে বলেও জানান তিনি।

বুধবার (৭ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বাণিজ্য সচিব। তিনি বলেন, এবার পণ্য রফতানির লক্ষ্যমাত্রা ৪৫ দশমিক ৫০ বিলিয়ন ডলার এবং সেবা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ দশমিক ৫০ বিলিয়ন ডলার।

বিজ্ঞাপন

রফতানি পণ্যের মধ্যে টেক্সটাইল, পাট, চামড়া, চামড়াজাত পণ্য, ওষুধ, কৃষি পণ্য, ইঞ্জিনিয়ারিং পণ্য, প্লাস্টিক এবং সিরামিক।

সচিব জানান, মোট লক্ষ্যমাত্রার মধ্যে তৈরি পোশাক ৩৮ দশমিক ২০ বিলিয়ন ডলার, হোম টেক্সটাইল ৮ দশমিক ৯১ বিলিয়ন ডলার, চামড়া ও চামড়াজাত পণ্য ১ দশমিক ৯৩ বিলিয়ন ডলার এবং সরকারী পণ্য ও সেবা ৪ দশমিক ২৫৬ বিলিয়ন ডলার।

গেলো বছর রফতানি লক্ষ্যমাত্রা থেকে ৩ বিলিয়ন ডলার বেশি আয় হওয়ায় এবারও এ বিষয়ে ইতিবাচক আশা করছেন সচিব।

টপ নিউজ রফতানি লক্ষ্যমাত্রা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর