ঢামেকে তিনমাসে ১৮ ডেঙ্গু রোগীর মৃত্যু
৭ আগস্ট ২০১৯ ১৬:৫১ | আপডেট: ৭ আগস্ট ২০১৯ ১৭:৩০
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বুধবার (৭ আগস্ট) আরো একজন ডেঙ্গু রোগী মারা গেছেন। এ নিয়ে ডেঙ্গুতে গত তিনমাসে ঢামেকে মারা গেলেন মোট ১৮ জন। এর আগে ৬ আগস্ট মাত্র ১১ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন তিনজন। নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায়ই তারা মারা যান। ঢামেক সূত্রে এসব তথ্য জানা গেছে।
বুধবার (৭ আগস্ট) ভোর সোয়া ৪ টার দিকে হাসপাতালের ৬০১ নম্বর ওয়ার্ডে মারা যান আওলাদ হোসেন নামে এক ডেঙ্গু রোগী।
মৃত আওলাদের মামা রতন মিয়া জানান, আওলাদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়। কেরানীগঞ্জের কালীগঞ্জে রেডিমেড গার্মেন্টস এর ব্যবসা করতেন তিনি। গত ৪ তারিখ থেকে জ্বর ছিলো তার। এরপর মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে হাসপাতালের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর সোয়া ৪টার দিকে মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ নাসির উদ্দিন বলেন, আওলাদ হেসেন নামের এক ডেঙ্গু রোগী ভোরে মারা গেছেন। তার মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।