Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেলওয়ে থানায় গৃহবধূকে ‘গণধর্ষণ’: ওসি ও ডিউটি অফিসার প্রত্যাহার


৭ আগস্ট ২০১৯ ১৫:২৫ | আপডেট: ৭ আগস্ট ২০১৯ ১৭:১৬

খুলনা: খুলনা রেলওয়ে পুলিশ থানায় এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগের ঘটনায় ওসি ওসমান গনি পাঠান ও ডিউটি অফিসার নাজমুল হককে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাদেরকে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে ক্লোজ করা হয়। এ ঘটনায় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান এএসপি ফিরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এএসপি ফিরোজ আহমেদ আরও জানান, খুলনা জিআরপি থানায় গত শুক্রবার (২ আগস্ট) এক নারীকে আটকের পর ফেনসিডিল দিয়ে মামলার পর ওসিসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে ওই নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্যরা কাজ শুরু করেছেন।

রেলওয়ে থানায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ তদন্তে কমিটি

তবে এখনই কিছুই বলা যাচ্ছে না জানিয়ে এএসপি ফিরোজ জানান, নির্ধারিত ৭ দিনের মধ্যেই তারা তদন্তের রিপোর্ট দিবেন। এ পর্যন্ত ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার  যশোর থেকে খুলনায় আসার পথে ফুলতলা থেকে রেলওয়ে পুলিশ সালমা নামে এক নারীকে আটক করে। পরে তাকে রাতে থানায় রেখে জিজ্ঞাসাবাদ শেষে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার দেখিয়ে আদালতে পাঠায়। কিন্তু আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে ওই নারী অভিযোগ করেন, ওসিসহ ৫ পুলিশ তাকে ধর্ষণ করেছে। পরে আদালতের নির্দেশে তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়।

ধর্ষণ পুলিশের বিরুদ্ধে অভিযোগ সিলেট

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর