১২৪ ভিওআইপি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল: বিটিআরসি
৭ আগস্ট ২০১৯ ১৪:৩৯ | আপডেট: ৭ আগস্ট ২০১৯ ১৪:৪০
ঢাকা: বকেয়া পাওনা পরিশোধ ও নির্দিষ্ট সময়ে লাইসেন্স নবায়ন না করাসহ বিভিন্ন কারণে ১২৪টি ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) সার্ভিস প্রোভাইডারের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ৫ আগস্ট প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিল করে বিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থাটি।
বিটিআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৬টি প্রতিষ্ঠান সরকারের বকেয়া পাওনা পরিশোধ ও যথাসময়ে নবায়নের আবেদন করেনি। ১৮ টি প্রতিষ্ঠান যথাযথ নিয়মে আবেদন করেনি। তাই প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিল করা হয়েছে। লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম এখন অবৈধ। প্রতিষ্ঠানগুলোকে বিজ্ঞপ্তি প্রকাশের এক মাসের মধ্যে বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিটিআরসি।