Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলঙ্কান নাগরিক হত্যা: ১৫ বছর পর দুইজনের যাবজ্জীবন


৭ আগস্ট ২০১৯ ১৩:৪১

ঢাকা: ২০০৪ সালে রাজধানীর শ্যামপুর এলাকায় শ্রীলঙ্কান নাগরিক সুহারা উম্মা হত্যা মামলার প্রায় ১৫ বছর পর দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পলাতক থাকা আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার  আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৭ আগস্ট) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় এ দুই আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

যাবজ্জীবন দণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- মফিজ উদ্দিন সরকার ওরফে মফিজ এবং আবু জাহের ওরফে জাহের খান। এ দণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অর্থ দণ্ডে দণ্ডিত করা হয়েছে। সেই অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অপর দিকে আবুল হোসেন নামের এক আসামির অভিযোগ প্রমাণিত না হওয়া তাকে খালাস দিয়েছেন আদালত।

মামলায় অভিযোগ থেকে জানা যায়, জহিরুল ইসলাম ওরফে হাফিজ কুয়েত থাকাকালে শ্রীলঙ্কান নাগরিক সুহারা উম্মার সাথে পরিচয় হয়। এরপরে তারা বিয়ে করেন। তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়। এরপর থেকে সুহারা উম্মা তার ছেলে শাকিলকে নিয়ে শ্যামপুরের জিয়া সরণী গ্যাস রোডে বসবাস করতে থাকে।

২০০৪ সালের ২৭ জানুয়ারি সন্ধ্যায় সুহারা উম্মার বাসায় তাদের ভাড়াটিয়া আবুল হোসেনের ভায়রা মফিজ ও তার এক বন্ধু যায়। পরে সুহারা উম্মাকে তারা শ্বাসরোধ করে হত্যা করে। এসময় তার স্বামী হাফিজ কয়েতে তার কর্মস্থলে ছিলেন।

এই হত্যাকাণ্ডের পর  ওই বছরের  ২৮ জানুয়ারি সুহারা উম্মের দেবর আব্বাস আলী শ্যামপুর থানায় মামলা দায়ের করেন। পরে তদন্ত কর্মকর্তা শ্যামপুর থানার এসআই সোহেল আহমেদ  তিন জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। এসময় ফজুলল হক সরকার ওরফে হান্নান নামে এক আসামিকে অব্যাহতির আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

বিজ্ঞাপন

টপ নিউজ যাবজ্জীবন শ্রীলঙ্কান নাগরিক হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর