মাহী বি চৌধুরীকে ফের দুদকের তলব
৭ আগস্ট ২০১৯ ১৩:০৯ | আপডেট: ৭ আগস্ট ২০১৯ ১৩:১১
ঢাকা: দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির না হয়ে সময়ের আবেদন করায় আগামী ২৫ আগস্ট আবার তলব করা হয়েছে বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হককে।
বুধবার (৭ আগস্ট) দুপুরে সারাবাংলাকে নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য।
তিনি জানান, যুক্তরাষ্ট্রে অর্থপাচারের অভিযোগে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিলো। কিন্তু তারা আজ কমিশনে হাজির না হয়ে তথ্য-উপাত্ত সংগ্রহে আরও সময় চেয়ে চিঠি দিয়েছেন। তাদের চিঠি আমলে নিয়ে ১৮ দিন সময় দিয়ে আগামি ২৫ আগস্ট আবারো উপস্থিত হয়ে বক্তব্য দেয়ার জন্য তলব করেছে অনুসন্ধান কর্মকর্তা দুদক উপ-পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ।
এর আগে গত ২৮ জুলাই দুদকের প্রধান কার্যালয় থেকে সাবেক রাষ্ট্রপতি ড. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলের গুলশানের বারিধারার (রোড নং ১২, বাড়ি ১৯) ঠিকানায় তলবি নোটিশ পাঠানো হয়। যেখানে তাদেরকে ৭ আগস্ট সকাল সাড়ে ১০টায় হাজির হতে বলা হয়েছিল।
উল্লেখ্য, মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।