Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশু গৃহকর্মীকে নির্যাতন, ব্যাংক কর্মকর্তার স্ত্রী আটক


৭ আগস্ট ২০১৯ ০৩:২১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক ব্যাংক কর্মকর্তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। নগরীর খুলশী থানার লালখান বাজার এলাকার চানমারি রোডে বিটিআই ভবনের একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করা হয়েছে।

একইসঙ্গে নির্যাতনের শিকার গৃহকর্মী ইয়াসমিন আক্তারকেও (১২) উদ্ধার করা হয়েছে।

আটক আরফা আক্তার (২৮) ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা মো.বখতিয়ারের স্ত্রী বলে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী।

ওসি প্রনব সারাবাংলাকে বলেন, ‘প্রায় সাত মাস আগে ইয়াসমিন ব্যাংক কর্মকর্তা বখতিয়ারের বাসায় কাজে যোগ দেয়। বখতিয়ারের স্ত্রী তাকে খুন্তি-লাঠি দিয়ে পিটিয়ে, গরম পানি ঢেলে দিয়ে নির্যাতন চালাতো। এতে ইয়াসমিনের শরীরে জখম হলেও তাকে চিকিৎসা পর্যন্ত দেওয়া হয়নি। প্রতিবেশিদের কাছ থেকে অভিযোগ পেয়ে আমরা ওই বাসায় অভিযান চালাই।’

আটক আরফার বিরুদ্ধে মামলা এবং ইয়াসমিনকে চিকিৎসা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি।

আটক গৃহকর্মী নির্যাতন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর