Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ হয়নি সংস্কার কাজ, সিরাজগঞ্জ মহাসড়কে তীব্র যানজট


৬ আগস্ট ২০১৯ ২৩:০৩ | আপডেট: ৬ আগস্ট ২০১৯ ২৩:২২

সিরাজগঞ্জ: ঈদের বাকি আর মাত্র এক সপ্তাহ। এমন সময় শুরু করা হয়েছে সিরাজগঞ্জ-রাজশাহী মহাসড়কের সংস্কার কাজ। ব্যস্ত এই মহাসড়কের একপাশের লেন বন্ধ রেখে সংস্কার কাজ শুরু করায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। এতে চরম দুর্ভোগে পড়েছে উত্তরাঞ্চলের হাজার হাজার যাত্রী।

সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিরাজগঞ্জ-রাজশাহী মহাসড়কের দবিরগঞ্জ থেকে মান্নানগর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে শত শত যানবাহনকে।

বিজ্ঞাপন

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান সারাবাংলাকে জানান, মহাসড়কে সংস্কার কাজ চলছে। এ কারণে একটি লেন বন্ধ রয়েছে। ফলে সকাল থেকেই মান্নাননগর, মহিষলুটি, খালকুলা এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। তবে পুলিশ যানজট নিরসনে কাজ করছে।’

রাজশাহী থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলসের যাত্রী ইউনুস সারাবাংলাকে বলেন, ‘৩/৪ ঘণ্টা ধরে যানজটের কবলে পড়েছি। গাড়ি সামনে যেতেই পারছে না। ঈদের আগ মুহুর্তে কেন সংস্কার কাজ শুরু করতে হবে? প্রতিবারই উত্তরালঞ্চের যাত্রীদের এসব দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

ট্রাকচালক সোহেল সড়ক কর্তৃপক্ষের ওপর ক্ষোভ প্রকাশ করে সারাবাংলাকে বলেন, ‘এতোদিন ধরে সড়ক বিভাগ কী করছিল? এখন ঈদের সময়, আর এই সময়ই রাস্তায় জোড়াতালি দেওয়া শুরু করেছে। প্রতিবছর ঈদের আগেই তারা সংস্কার কাজ শুরু করে। আর দুর্ভোগে পড়তে হয় আমাদের।’

সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আনোয়ার পারভেজ সারাবাংলাকে জানান, ‘রাজশাহী রুটের হাটিকুমরুল গোলচত্বর থেকে খালকুলা পর্যন্ত গত ঈদের আগেই সংস্কার করা হয়েছে। কিন্তু খালকুলার থেকে কাছিকাটা পর্যন্ত ৯ কিলোমিটার রাস্তার বেশ কয়েকটি পয়েন্টে বড় খানাখন্দ রয়েছে। সেগুলো জরুরিভিত্তিতে সংস্কার করা হচ্ছে। আগামী বৃহস্পতিবার নাগাদই কাজ শেষ হয়ে যাবে।’

বিজ্ঞাপন

তীব্র যানজট যাত্রীদের ভোগান্তি সড়ক সংস্কার সিরাজগঞ্জ-রাজশাহী মহাসড়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর