রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
৬ আগস্ট ২০১৯ ২২:২৫ | আপডেট: ৬ আগস্ট ২০১৯ ২৩:৫৫
রাজশাহী: রাজশাহীতে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহীর কোর্ট স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আলী আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় মৃতরা হলেন- মহানগরীর গুড়িপাড়া এলাকার মাহাদুর আলীর ছেলে সাগর (২২), মৃত মিঠুর ছেলে রকি (২০) ও সম্রাটের ছেলে নাফিজুল (২০)। এদের প্রত্যেকের বাড়ি মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায়।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও তার চালককে আটক করেছে পুলিশ।
ওসি মুনসুর আলী আরিফ সারাবাংলাকে জানান, কাশিয়াডাঙ্গা থেকে রেলগেটগামী একটি ট্রাক কোর্ট স্টেশন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। মোটরসাইকেলটিতে তিনজন আরোহী ছিলেন। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।