Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্য রাখবেন কেউ যেন বদনাম করতে না পারে: হাছিনা গাজী


৬ আগস্ট ২০১৯ ১৮:০৯

নারায়ণগঞ্জ: কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী। তিনি বলেন, লক্ষ্য রাখবেন কেউ যেন বদনাম করতে না পারে।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলায় অতি দরিদ্রদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী ‘ভিজিএফ’ কর্মসূচির আওতায় চাল বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সাত নম্বর ওয়ার্ডবাসীর উদ্দেশে হাছিনা গাজী বলেন, বঙ্গবন্ধুর ইচ্ছা ছিল ক্ষুধামুক্ত-দারিদ্র্যমুক্ত দেশ গড়বেন। তার সেই স্বপ্ন পূরণ হয়নি। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করে যাচ্ছেন বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ করতে। আপনারা সবাই দোয়া করবেন প্রধানমন্ত্রীর জন্য। আমি দু’টি কেন্দ্র পরিদর্শন করলাম, সুশৃঙ্খলভাবে চাল বিতরণ করা হচ্ছে। যে চাল দেওয়া হচ্ছে, সেটা খুব ভালো চাল।

হাছিনা গাজী

পৌর কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। প্রত্যেকে যেন তার প্রাপ্য চাল পান। কেউ যেন বদনাম করতে না পারে। বঙ্গবন্ধুর ক্ষুধামুক্ত-দারিদ্র্যমুক্ত দেশ গড়ার যে স্বপ্ন পূরণের চেষ্টা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী, তাতে আপনাদের সহযোগিতা এবং চেষ্টা প্রয়োজন। এই দেশ জনগণের দেশ, এই দেশ মানুষের দেশ।

সাত নম্বর ওয়ার্ডবাসীদের কাছে আমি সহযোগিতা কামনা করি। আজ ভিজিএফ’র চাল দেওয়া হচ্ছে, সবাই সুশৃঙ্খলভাবে নেবেন। কোনো অভিযোগ থাকলে আমার বাসায় গিয়েও জানাতে পারবেন আপনারা, বলেন হাছিনা গাজী।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন তারা‌বো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারা‌বো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, রূপগঞ্জ উপ‌জেলা যুবলী‌গের সাধারণ সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিন, তারাবো পৌরসভার কাউন্সিলর নজরুল ইসলাম মফিজ, আমির হোসেন, আশরাফুল ইসলাম, বিএম আতিকুর রহমান, রাসেল সিকদার, জোসনা বেগম, লায়লা পারভীন ও আসমা বেগম।

বিজ্ঞাপন

ভিজিএফ রূপগঞ্জ হাছিনা গাজী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর