আমির খসরু ও তার স্ত্রীর সম্পদের হিসাব দিতে দুদকের নোটিশ
৬ আগস্ট ২০১৯ ১৭:২২ | আপডেট: ৬ আগস্ট ২০১৯ ১৮:৩১
ঢাকা: বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রীকে একুশ দিনের মধ্যে সকল সম্পদের হিসাব জমা দিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চিঠি পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) কমিশনের পরিচালক কাজী শফিকুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই কথা বলা হয়েছে বলে জানা গেছে।
দুদক সূত্রে জানা যায়, কমিশনের সিদ্ধান্ত মোতাবেক বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রীর সকল সম্পদের তথ্য কমিশনে জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জমা না দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় দুদক।