রাজধানীতে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের মশা নিধন কর্মসূচি
৬ আগস্ট ২০১৯ ১৭:২১ | আপডেট: ৭ আগস্ট ২০১৯ ১৫:৫৬
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে রাজধানীর বিভিন্ন স্থানে মশা নিধন অভিযান চালানো হয়েছে। সোমবার (৫ আগস্ট) এই কর্মসূচির উদ্বোধন করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যমুনা ব্যাংকের নির্বাহী পরিচালক আলহাজ্ব নূর মোহাম্মদ।
রাজধানীর কাঁঠালবাগান, হাতিরপুল, ফ্রি স্কুল স্ট্রিট ও তার আশেপাশের এলাকায় ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে এই মশা নিধন অভিযান চালানো হয়।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও শফিকুল আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদসহ যমুনা ব্যাংক প্রধান কার্যালয় ও ঢাকার বিভিন্ন শাখার প্রধান ও কর্মকর্তাবৃন্দ।