Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফখরুলসহ ৪ নেতাকে গ্রেফতার না করার নির্দেশ


৬ আগস্ট ২০১৯ ১৩:৪৭ | আপডেট: ৬ আগস্ট ২০১৯ ১৪:৫২

ঢাকা: ভয়ভীতি, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে দায়ের হওয়া মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ পর্যায়ের চার নেতাকে ৬ সপ্তাহের মধ্যে গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সময়ের মধ্যে তাদেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে আবেদনের পক্ষে শুনানি করবেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম।

এর আগে,  সকালে বিএনপির এ চার নেতা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। মির্জা ফখরুল ছাড়া জামিন আবেদন করা অন্য তিন জন হলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী ও গয়েশ্বর চন্দ্র রায়।

ফখরুলসহ ৪ বিএনপি নেতার আগাম জামিন আবেদন

উল্লেখ্য, সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৯ নেতার বিরুদ্ধেপ্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ মুজিবর রহমানের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে  মামলার আবেদন করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার আদালতে এ মামলার আবেদন জমা দেওয়া হয়।

গ্রেফতার টপ নিউজ বিএনপি নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর