মানিকগঞ্জে বেড়েই চলছে ডেঙ্গু রোগী
৬ আগস্ট ২০১৯ ১২:৪৫
মানিকগঞ্জ: মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছের ২৫ জন। এ নিয়ে মঙ্গলবার (৬ আগস্ট) সকাল পর্যন্ত মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮০ জনের ওপরে। এদের মধ্যে ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৭ জন রোগী।
সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার লুৎফর রহমান জানান, জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা চারটি ওয়ার্ড খোলা হয়েছে। চারজন বিশেষজ্ঞ ডাক্তার রোগীদের সার্বক্ষণিক মনিটরিং ও চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।
এদিকে, গতকাল সোমবার মানিকগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় তিনি মন্ত্রী হাসপাতাল চত্বরে মশক নিধন কর্মসূচির ক্রাশ প্রোগ্রাম উদ্বোধন করে এডিস মশা নির্মূলে ওষুধ ছিটিয়ে দেন।